সফল বিবাহিত দম্পতিরা কখনো তাদের অর্থ নিয়ে এই আট কাজ করেন না

লাইফ স্টাইল December 26, 2016 851
সফল বিবাহিত দম্পতিরা কখনো তাদের অর্থ নিয়ে এই আট কাজ করেন না

বিয়ে শুধু দুটি জীবনের একত্রিত হওয়াই নয়। এর অর্থ ফার্নিচার থেকে শুরু করে অর্থায়নসহ দুটি মানুষের জীবনের সবকিছুরই মিলন।


একবার যাত্রা শুরু করার পর অর্থ সংশ্লিষ্ট আপনার প্রতিটি সিদ্ধান্ত, অবসরের জন্য সঞ্চয় থেকে শুরু করে বাইরে দুপুরের খাবার খেতে যাওয়া সবকিছুই আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীর ওপরও প্রভাব ফেলে।


একটি সুখি এবং স্বাস্থ্যকর দাম্পত্য জীবন যাপনের জন্য যেমন বিশেষ কিছু অর্থনৈতিক চর্চা লালন করতে হয় তেমনি এমন অনেক বিষয় রয়েছে যেগুলো এড়িয়ে চলতে হবে।


• সফল যুগলরা কীভাবে তাদের অর্থনৈতিক ইস্যুগুলো মোকাবিলা করেন বিশেষজ্ঞরা তার পর্যালোচনা করে দেখতে পেয়েছেন তারা কখনোই এই আটটি কাজ করেন না....


১. তাদের কোনো ভিন্ন অর্থনৈতিক লক্ষ-উদ্দেশ্য থাকে না।


২. এক ব্যক্তিই কখনো সবকিছু নিয়ন্ত্রণ করেন না।


৩. তারা কখনোই অর্থ বিষয়ে খোলামেলা আলোচনা এড়িয়ে চলেন না।


৪. অর্থ বিষয়ে তারা কখনোই বিস্তারিত আলোচনা ভুলে যান না।


৫. জীবন যাত্রার ব্যয় নির্বাহে কখনোই নিজেদের সামর্থ্যের বেশি খরচ করেন না।


৬. নিজেদের অতীতের অর্থনৈতিক অবস্থা গোপন করেন না। কারণ এর ওপর ভিত্তি করেই অর্থ সম্পর্কে পরস্পরের ধারণাগুলো সম্পর্কে বুঝ পাওয়া যায় এবং দুজনের অভিন্ন উদ্দেশ্য নির্ধারণ করা সম্ভব হয়।


৭. তারা কখনোই অর্থ সম্পর্কিত নিজেদের ভুলগুলো গোপন করেন না।


৮. তারা অর্থের ব্যাপারে কখনোই গোপনীয়তা অবলম্বন করেন না। পরস্পরের কাছ থেকে অার্থিক বিষয়গুলো লুকিয়ে রাখেন না এবং আর্থিক ইস্যুগুলোকে কখনোই কথপোকথনের সময় পরস্পরকে ঘায়েল করার জন্য ব্যবহার করেন না।