ফেসবুক মেসেঞ্জার অ্যাপে নতুন ফিচার যুক্ত করা হয়েছে। ‘রিমাইন্ডার’ নামের নতুন এই ফিচারের মাধ্যমে অ্যাপের মধ্যে যেকোনো নির্দিষ্ট ইভেন্টের রিমাইন্ডার দিয়ে রাখতে পারবেন ব্যবহারকারীরা। পরবর্তীতে মেসেঞ্জার ঐ অনুষ্ঠানের কথা মনে করিয়ে দিবে।
ব্যবহারকারী ‘আগামীকাল সকাল ৭টায় ঘুম থেকে উঠতে হবে’ এই মেসেজ মেসেঞ্জারে লেখার সাথে সাথে অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে ঐ তারিখ ও সময়ের রিমাইন্ডার সেটিং অপশন দেখাবে। ফিচারটি রিমাইন্ডার সেট করেই সীমাবদ্ধ থাকে না, ব্যবহারকারীর ইচ্ছেমতো তারিখ ও সময় পরিবর্তন করার ক্ষমতাও রাখে।
মেসেঞ্জার বন্ধ করে স্মার্টফোনের ক্লক অ্যাপ্লিকেশনে গিয়ে অ্যালার্ম ঠিক করার ঝক্কি না নিয়ে খুব সহজেই অ্যাপটিতে তারিখ ও সময় লিখে রিমাইন্ডার ঠিক করার সুযোগ পাবেন মেসেঞ্জার ব্যবহারকারীরা।