সফল দাম্পত্য সম্পর্কে লোকে প্রতিদিন যে ১১টি কাজ করেন

লাইফ স্টাইল December 26, 2016 997
সফল দাম্পত্য সম্পর্কে লোকে প্রতিদিন যে ১১টি কাজ করেন

কোনো একটি একক বিষয়ের ওপর ভিত্তি করে দাম্পত্য সম্পর্কে সাফল্য আসে না। আপনি প্রতিদিন কীভাবে আচরণ করছেন তাও এক্ষেত্রে বড় ভুমিকা পালন করে।


সুতরাং জেনে নিন দাম্পত্য সম্পর্কে শীর্ষ সফলদের প্রতিদিনের ১১টি অভ্যাস:


১. তারা পরস্পরের কাছে সহযোগিতা চান।


২. তারা ধৈর্য্ ধারন করেন।


৩. তারা কোনো বিষয়ে মহান নজির স্থাপন করেন।


৪. পরস্পরের প্রতি প্রশংসামূলক মন্তব্য করেন, পরস্পরকে স্বীকৃতি দেন এবং গুণকীর্তন করেন।


৫. পরস্পরের জন্য ব্যক্তিগত জায়গা ও গোপনীয়তার অনুমোদন করেন।


৬. জীবন সঙ্গী বা সঙ্গিনী কোনো সুযোগ হাতছাড়া করে ফেললে তা সন্ধানে সক্রিয় ভুমিকা পালন করেন। যাতে তিনি পুনরায় ওই সুযোগ কাজে লাগিয়ে সফল হতে পারেন।


৭. সঙ্গী বা সঙ্গিনীর সাফল্যে সুখ খুঁজে পান।


৮. পরস্পরের প্রতি আন্তরিক ও অকৃত্রিম মনোভাব সম্পন্ন হন।


৯. তারা জানেন অনেক সময় শক্ত প্রেমই হয় শ্রেষ্ঠ প্রেম।


১০. বাস্তব সুবিধার চেয়ে বরং ব্যক্তিগত বিবেচনাকে বেশি মূল্যবান মনে করেন। ফলে কোনো ইস্যুতে বাস্তবে কী সুবিধাজনক হবে তার চেয়ে বরং ব্যক্তিগত বিবেচনাকে প্রাধান্য দেন।


১১. লক্ষ্য ও উদ্দেশ্যের ক্ষেত্রে অংশীদারিত্বমূলক অনুভূতি গড়ে তোলেন।


সূত্র: বিজনেস ইনসাইডার