মানুষ হাততালি দেয়

পাঁচমিশালী কৌতুক December 25, 2016 1,660
মানুষ হাততালি দেয়

মশা : দেখেছ, আমার গান শুনে কত মানুষ হাততালি দেয়।


মাছি : যেদিন তুই ওই তালির ভিতর পরবি, সেদিন বুঝবি এটা কি হাততালি, না তোর মরার তালি।