ইয়ার ইন রিভিউ

মজার সবকিছু December 25, 2016 1,040
ইয়ার ইন রিভিউ

ফেসবুকারদের সারা বছরের এক্টিভিটি নিয়ে ডিসেম্বর মাসে ‘ইয়ার ইন রিভিউ’ ভিডিও বানিয়েছে ফেসবুক। অনেকেই শেয়ার করেছেন এই ভিডিও, সবাই শুধু নিজেরটাই শেয়ার করেছেন, অন্য কারোটা কেউ দেখেছেন কিনা তা অবশ্য জানা যায়নি।


মা জানো, মার্ক জুকারবার্গ আমাকে নিয়ে ভিডিও বানাইছে।


সত্যি বলছিস বাবা? তোকে এতদিন শুধু শুধু ফেসবুক চালানো নিয়ে বকাঝকা করেছি। যা বাবা ফেসবুকে বস। মা-বাবার মুখ আরও উজ্জ্বল কর...


ছেলে মডেলিং করে


বলতেছে? কয়টা মিউজিক ভিডিও বের হইছে?


ইয়ে, আপাতত একটাই।


তাও ফেসবুকে, ইয়ার ইন


রিভিউ ভিডিও...


কি রে, মন খারাপ ক্যান?


আর বলিস না, ফেসবুক কী একটা ভিডিও বানাইলো বল তো! আমারে পুরা ভিডিওতে কালো লাগতেছে! একটু ব্রাইটনেস বাড়ায়ে দিবে না?


ভাবতেছি ইউটিউবার হইয়া যামু! আচ্ছা দোস্ত, ইউটিউব চ্যানেল কীভাবে খুলতে হয় বল।


ইয়ে, আমার ফেসবুকের ইয়ার ইন রিভিউ ভিডিওটা আছে না? ওইটাই দিয়া দিই!


তুই আবার ভিডিও বানাইলি কবে?


ভাই আপনি আমাকে আনফ্রেন্ড করলেন ক্যান?


ধুর মিয়া! আপনার ভিডিওতে তো আমার ছবি দেখলাম না। আমি আপনারে ভাবতাম আমার এক্টিভ লাইকার! অথচ আপনার ভিডিওতে আমি নাই? মনে খুব কষ্ট পাইছি ভাই!


দোস্ত, ভাবতাছি একটা শর্টফিল্ম বানায় ফালামু।


ফেসবুক একটা ওয়েবসাইট হইয়া যদি ভিডিও বানাতে পারে, আমি পারমু না ক্যান!


আগে কখনও বানাইছোস? তোর তো ফিল্মের কোনো অভিজ্ঞতাই নাই!