১. যে বৃক্ষের ফুল না হলেও ফল হয় — বনস্পতি।
২. মধু সংগ্রহকারী পতঙ্গবিশেষ — মৌমাছি।
৩. জ্ঞানের সঙ্গে বিদ্যমান — সজ্ঞান।
৪. আপনাকে ভুলে থাকে যে — আপনভোলা।
৫. বিলম্বে নয় এমন — অবিলম্বে।
৬. স্থির নয় এমন — অস্থির।
৭. ফুল হতে জাত — ফুলেল।
৮. আলাপ করতে তৎপর — আলাপী।
৯. আলোচনার বিষয়বস্তু — আলোচ্য।
১০. মুক্তি কামনা করে যে — মুক্তিকামী।
১১. মৃত্তিকা দিয়ে নির্মিত — মৃন্ময়।
১২. স্রোত আছে যার — স্রোতস্বতী।
১৩. প্রাচীন ইতিহাস — প্রত্নতাত্ত্বিক।
১৪. প্রাণিদেহ থেকে লব্ধ — প্রাণিজ।
১৫. রোগনাশক গাছগাছড়া — ভেষজ।
১৬. আলো ছড়ায় যে পাখি — আলোর পাখি।
১৭. শিক্ষা করছে যে — শিক্ষানবিশ।
১৮. বিচিত্রতায় পূর্ণ যা — বৈচিত্র্যপূর্ণ।
১৯. খাদ নেই যাতে — নিখাদ।
২০. বনে বাস করে যে — বনবাসী।
২১. যা বনে চরে — বনচর।
২২. আকাশ ও পৃথিবী — ক্রন্দসী।
২৩. অন্বেষণ করার ইচ্ছা — অন্বেষা।
২৪. উদ্দাম নৃত্য — তাণ্ডব।
২৫. যা সহজেই ভেঙে যায় — ঠুনকো।
২৬. বিনা অপরাধে সংঘটিত হত্যা — গণহত্যা