ভুলে গায়ে আগুন দিলেন আন্দোলনকারী শিক্ষক!

ভয়ানক অন্যরকম খবর December 22, 2016 1,089
ভুলে গায়ে আগুন দিলেন আন্দোলনকারী শিক্ষক!

শিক্ষকদের একটি আন্দোলনের সময় সরকারের কুশপুতুলে আগুন দিতে গিয়ে নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়েছেন এক ব্যক্তি।


ভারতের পাঞ্জাবের ভাটিন্ডা এলাকায় এই ঘটনা ঘটেছে। পুড়ে যাওয়া ব্যক্তির নাম সুখমিন্দার সিং মান। শিক্ষা কাঠামো নিয়ে পাঞ্জাব সরকারের একটি সিদ্ধান্তের প্রতিবাদে একটি আন্দোলনে অংশ নিচ্ছিলেন তিনি।


আগুন ধরে যাওয়ার পর দ্রুত সুখমিন্দারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁর অবস্থার এখনো কোনো উন্নতি ঘটেনি।


আন্দোলনের কিছু প্রকাশিত ছবিতে দেখা যায়, ভাটিন্ডার একটি সড়কে নিজেদের দাবি আদায়ে বিক্ষোভ ও প্রতিবাদ করছিলেন আন্দোলনকারীরা। এ সময় একটি কুশপুতুলে আগুন ধরাতে গিয়ে কোট ও জিনসের প্যান্ট পরিহিত সুখমিন্দরের শরীরে আগুন ধরে যায়। অন্য আন্দোলনকারীরা তাঁর কাছে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।




ডেইল মেইলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিক্ষোভকারীদের আনা একটি কুশপুতুলে ভালোভাবে আগুন লাগাতে এটির খুব কাছে গিয়েছিলেন সুখমিন্দর। এ সময় ভুল করে তাঁর শরীরেও আগুন ধরে যায়।


শিক্ষকদের স্থায়ীকরণের চুক্তির নিয়ে পাঞ্জাব সরকারের বিরুদ্ধে এই আন্দোলন করছেন দেশটির শিক্ষকদের একটি অংশ। তাঁদের দাবি, ২০১৪ সালে সাত হাজার স্বেচ্ছাসেবীকে চাকরিতে স্থায়ী করার কথা দিয়ে দুই বছরের জন্য চুক্তি করে পাঞ্জাব সরকার। কিন্তু চুক্তি শেষে তাঁদের আর স্থায়ী করা হচ্ছে না। এরই প্রতিবাদে আন্দোলনে নেমেছেন এই শিক্ষকরা।