মজার ধাঁধা সমগ্র - ৪র্থ পর্ব

বাংলা ধাধা, উত্তর সহ ধাঁধা, dhadha, bangla dhadha, Dha dha question and answer December 22, 2016 10,912
মজার ধাঁধা সমগ্র - ৪র্থ পর্ব

বন থেকে বেরুল টিয়ে

সোনার টোপর মাথায় দিয়ে।


উত্তরঃ আনারস।


ঘরের মইধ্যে ঘর

নাচে কনে-বর।


উত্তরঃ মশারি।


আল বেয়ে যায় সাপ

ফিরে ফিরে চায় বাপ।


উত্তরঃ সুঁই-সুতো।