এবার দুর্দান্ত গাড়ি আনছে ব্ল্যাকবেরি!

নতুন প্রযুক্তি December 21, 2016 1,330
এবার দুর্দান্ত গাড়ি আনছে ব্ল্যাকবেরি!

গুগলের আদলে চালকবিহীন গাড়ি তৈরির উদ্যোগ নিয়েছে একসময়ের জনপ্রিয় স্মার্টফোন সংস্থা ব্ল্যাকবেরি। এ জন্য কানাডায় গবেষণাগারও চালু করছে তারা।


তবে গবেষণাগারটিতে ঠিক কোন ধরনের চালকবিহীন গাড়ি তৈরি হবে তা সংস্থাটি এখনও জানায়নি। কয়েক বছর ধরেই স্মার্টফোন বাজারে বেশ পিছিয়ে পড়েছে ব্ল্যাকবেরি। লোকসান কমাতে সম্প্রতি নিজেদের অপারেটিং সিস্টেমের গণ্ডি পেরিয়ে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোন বাজারে আনছে সংস্থাটি।


শুধু অপারেটিং সিস্টেমই নয়, প্রথমবারের মতো নিজেদের স্বতন্ত্র কি-বোর্ড সরিয়ে টাচ টেকনোলজির স্মার্টফোন তৈরি করেছে ওই সংস্থা।