একদিন এক মেয়ে চা খাচ্ছিল। একটা বাচ্চা মাছি নতুন উড়তে শিখেছে। মাছিটা উড়তে উড়তে চায়ের কাপে পড়ে গেল। মেয়েটি না দেখে মাছিসহ চা খেয়ে ফেলল।
পরে মাছিটার বাবা খোঁজ করতে এসে যা বলল তা শুনে মেয়েটি অজ্ঞান হয়ে গেল। কী বলল মাছিটার বাবা?
মাছির বাবা : এই মেয়ে শোন, তোমার পেটে আমার বাচ্চা।