১৩ নারীর আগমন

পাঁচমিশালী কৌতুক December 21, 2016 1,508
১৩ নারীর আগমন

এক লোক জ্যোতিষীর কাছে হাত দেখাতে গেল। সেই লোকের হাত দেখে জ্যোতিষী বলল-


জ্যোতিষী : আপনার জীবনে ১৩ নারীর আগমন ঘটবে।


লোক : তাই নাকি? কী কপাল নিয়া যে জন্মাইছিলাম!


জ্যোতিষী : বেশি খুশি হইয়েন না।


লোক : কেন?


জ্যোতিষী : কারণ ১৩ নারীর ১ জন আপনার স্ত্রী আর বাকিগুলো আপনার কন্যা।