স্টার জলসা দেখছিলাম

পাঁচমিশালী কৌতুক December 21, 2016 1,527
স্টার জলসা দেখছিলাম

পুলিশ : রাতে আপনার ঘরে চোর ঢুকে সবার অগোচরে সবকিছু নিয়ে গেছে, কিন্তু টিভি নেয়নি কেন?


মহিলা : আমি তখন স্টার জলসায় ‘বধূবরণ’ দেখছিলাম, তাই টিভি নিতে পারেনি।


পুলিশ : তার মানে আপনি জেগে ছিলেন, তবুও চুরি হল।


মহিলা : আসলে আমি সিরিয়াল দেখার সময় অন্য কিছুতে মনযোগ দিতে পারি না।