অ্যাই রিকশা যাবে

পাঁচমিশালী কৌতুক December 20, 2016 1,393
অ্যাই রিকশা যাবে

রাস্তা দিয়ে অলস ভঙ্গিতে এক খালি রিকশা চলে যাচ্ছে। তাই দেখে ছোট্ট এক বাচ্চা দোতলার জানালা দিয়ে মাথা বের করে জিজ্ঞেস করলো-


বাচ্চা : অ্যাই রিকশা যাবে?


রিকশাচালক : হ, যামু।


বাচ্চা : ঠিক আছে যাও।