👉 মায়ের মতো যে ভূমি—মাতৃভূমি।
👉 মিষ্টি কথা বলে যে—মিষ্টভাষী।
👉 যে গাছ অন্য গাছের ওপর জন্মে— পরগাছা।
👉 যে নারীর পুত্রসন্তান হয়নি—অপুত্রক।
👉 যে পরিণাম বোঝে না— অপরিণামদর্শী।
👉 যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে না—বনস্পতি।
👉 যে জামাই শ্বশুরবাড়ি থাকে— ঘরজামাই।
👉 যে মেয়ের বিয়ে হয়নি—অনূঢ়া।
👉 যে পরে জন্মগ্রহণ করেছে—অনুজ।
👉 যে জমিতে দুবার ফসল হয়—দো-ফসলা।
👉 যে সংবাদ বহন করে—সাংবাদিক।
👉 যে অত্যাচার করে—অত্যাচারী।
👉 যে শব্দ বাধা পেয়ে ফিরে আসে— প্রতিধ্বনি।
👉 যে অন্যের অধীন নয়—স্বাধীন।
👉 যে নৌকা চালায়—মাঝি।
👉 যেখানে লোকজন বাস করে— লোকালয়।
👉 যে উপকারীর উপকার স্বীকার করে —কৃতজ্ঞ।
👉 যে হিংসা করে—হিংসক।
👉 যে উপকারীর অপকার করে—কৃতঘ্ন।
👉 যে বিদেশে থাকে—প্রবাসী।