মজার ধাঁধা সমগ্র - ১ম পর্ব

বাংলা ধাধা, উত্তর সহ ধাঁধা, dhadha, bangla dhadha, Dha dha question and answer December 19, 2016 18,851
মজার ধাঁধা সমগ্র - ১ম পর্ব

১) আমার মা যখন যায়

তোমার মার পাশে

দুই মা হারিয়ে যায়

নানার পুত্র হয় শেষে।


★ উত্তরঃ মামা।


২) দুধ দিয়া ফুল সাজে

খাইতে অনেক মিঠা লাগে।


★ উত্তরঃ সন্দেশ।


৩) কম দিলে যায় না খাওয়া

বেশি দিলে বিষ

মা বলেছে, বুঝে শুনে

তার পরেতে দিস।


★ উত্তরঃ লবণ।


৪) চার পায়ে বসে, আট পায়ে চলে

রাক্ষস নয়, খোক্ষস নয়

আস্ত মানুষ গিলে।


★ উত্তরঃ পালকি।