কুড়ির চেয়ে তিরিশেই ভালো

লাইফ স্টাইল December 19, 2016 1,078
কুড়ির চেয়ে তিরিশেই ভালো

২০ এর কোঠা ছাড়িয়ে ঢুকে পড়েছেন ৩০ এর ঘরে। জানেন কি যৌনতা এই সময়ে হয়ে ওঠে আরও মধুময়।


যৌনতার ক্ষেত্রে আত্মবিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ। বয়সের সঙ্গে সঙ্গে সাধারণভাবে অভিজ্ঞতাও বাড়ে। সেই সঙ্গে বাড়ে আত্মবিশ্বাস।


নিজের যৌন চাহিদা সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হয়ে যায়। ফলে যৌন বোঝাপড়া তৈরিতে সুবিধা হয়। শারীরিক সক্ষমতা সম্পূর্ণভাবে পরিণত হয়ে যায়


নানা রকম ‌‘‌অ্যাডভেঞ্চার’‌ এবং পরীক্ষা নিরীক্ষা করার জন্যও মানসিক প্রস্তুতি নেওয়া যায়।