আজকের ধাঁধা : ১৮ ডিসেম্বর, ২০১৬

বাংলা ধাধা, উত্তর সহ ধাঁধা, dhadha, bangla dhadha, Dha dha question and answer December 18, 2016 10,184
আজকের ধাঁধা : ১৮ ডিসেম্বর, ২০১৬

১.এই ঘরে যাই, ওই ঘরে যাই

দুম দুমিয়ে আছায় খাই।


উত্তরঃ ঝাঁটা।


২.সর্প বটে তার চারটি পা

ডিম দেয় না, বাচ্চা দেয়?


উত্তরঃ গুই-সাপ।


৩.জনম গেল দুখে

বুকে আমার আগুন দিয়ে

থাকো অনেক সুখে।


উত্তরঃ হুঁকো।


৪.কাল আমাকে মেরে ছিলে

সয়ে ছিলাম আমি

আজ আমায় মারো দেখি

কেমন বেটা তুমি।


উত্তরঃ মাটির হাড়ি।