পারফেক্ট ঠোঁট পাওয়ার উপায়!

সাজগোজ টিপস December 17, 2016 2,528
পারফেক্ট ঠোঁট পাওয়ার উপায়!

বছরের শেষ মানে পার্টি, আউটিং, পিকনিক, বিয়ে বাড়ি আরও কত কী৷ আর সব জায়গায় সেরা লুক পাওয়ার জন্য দরকার, সুন্দর ঠোঁট৷ লিপ কালার বাছবেন কী করে? জেনে নিন...


লাল

মেকআপকে আরও সুন্দর করে তুলতে লাল রঙের লিপস্টিকের জুড়ি মেলা ভার৷ তাছাড়া লাল রং সব স্কিন টোনেই ভালো লাগে৷ যে কোনও পার্টি বা বিয়েবাড়িতে এই লিপ কালার ব্যবহার করা যেতেই পারে৷ মুখকে আরও উজ্জ্বল করে তুলবে এই রঙটি৷ তাছাড়া হালকা করে ব্যবহার করলে রোজকার জীবনযাত্রায়ও আপনাকে পারফেক্ট ঠোঁট দেবে এই শেডটি৷


নিউট্রাল

এই রং আপনার ঠোঁটকে খুব স্বাভাবিক একটা লুক দেয়৷ আপনার ঠোঁটের রংকেই আরেকটু বিশেষ করে তোলে এই লিপস্টিকটি৷ বলা বাহুল্য এই লিপ কালারও সকলকেই মানায়৷


রোজ ব্যবহার করার জন্য এই রঙের লিপস্টিক আদর্শ৷ তাছাড়া যে কোনও সকালের অনুষ্ঠানে সেরা ঠোঁট পাওয়ার জন্য এই লিপ কালার ব্যবহার করুন৷


গোলাপি

নিয়ন রং বেশ ভালো লাগে? কিন্ত্ত ট্রাই করছেন না মানাবে কিনা সেটা ভেবে? তাহলে আজই কিনে ফেলুন উজ্জ্বল গোলাপি রঙা লিপস্টিকটি৷ এই রংটিও সবাইকে মানায়৷ ফলে আপনাকেও দারুণ লাগবে৷ তাছাড়া যে কোনও পার্টিতে নিয়ন রঙা লিপ কালার যে আপনাকে ফ্যাশনিস্তা ট্যাগ অর্জনের ক্ষেত্রে সাহায্য করবে সেটা তো আপনার জানা৷


কোরাল

বোল্ড কমলা রঙের লিপস্টিক সকলকে মানায় না৷ তবুও সেটা পরখ করার সুন্ত বাসনা আপনার মনে রয়েছে? কোনও ব্যাপার নয়৷ আপনি বরং কমলার পরিবর্তে কোরাল রং ট্রাই করুন৷


এই মিষ্টি রঙও কিন্ত্ত ফ্যাশনে ইন এবং এটি খুব সুন্দরভাবে কমলা রঙের প্রক্সি দেবে৷ সর্বোপরি এই রংটিও সকল ত্বকের অধিকারিণীদের মানায়৷ তাহলে দেরি কিসের, হাই বলে ফেলুন পাউট ফ্রেন্ডলি ঠোঁটকে৷


অক্সব্লাড

একটু বোল্ড লুক পাওয়ার জন্য অক্সব্লাড শেডটি ট্রাই করুন৷ বেরি টোনের এই রংটিও সকলকে মানায়৷ ফলে মেলে পারফেক্ট ঠোঁট৷ তাছাড়া এই রঙটি আপনাকে জৌলুসপূর্ণ লুক দেয়৷ ফলে আপনি থাকেন ক্লিক রেডি৷