গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ - ৫ম পর্ব

অনলাইনে পড়াশোনা December 15, 2016 1,169
গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ - ৫ম পর্ব

👉 সকলের জন্য প্রযোজ্য—সর্বজনীন।


👉 সমুদ্র পর্যন্ত—আসমুদ্র।


👉 সমস্ত পৃথিবীর লোকের বন্দনাযোগ্য —বিশ্ববন্দিত, বিশ্ববন্দ্য।


👉 সারা দুনিয়ায় খ্যাত—জগদ্বিখ্যাত।


👉 সাধনা করেন যিনি—সাধক।


👉 সিংহের ডাক—হুংকার।


👉 সোনার মতো দেখতে—সোনালি।


👉 হনন করার ইচ্ছা—জিঘাংসা।


👉 হরিণের চামড়া—অজিন।


👉 হিত কামনা করে যে—হিতৈষী।


👉 হঠাৎ রাগ করে যে—রগচটা।


👉 হাতির ডাক—বৃংহণ/বৃংহিত।


👉 কষ্টে গমন করা যায় যেখানে—দুর্গম।


👉 কোথাও উঁচু কোথাও নিচু—বন্ধুর।