আরব আমিরাতে রমজান শুরু হতে পারে ২৫ মে

ইসলামিক সংবাদ December 14, 2016 1,887
আরব আমিরাতে রমজান শুরু হতে পারে ২৫ মে

আগামী বছরের ২৫ মে থেকে সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৫ জুনে শেষ রমজান হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।


২৫ জুন চাঁদ দেখা গেলে নতুন মাস শুরু হবে পরের দিন থেকে। রমজান মাসের শেষে নতুন আরবি মাসের প্রথম দিন উদযাপন করা হয় মুসলিমদের অন্যতম আনন্দ উৎসব পবিত্র ঈদুল ফিতর।


দেশটির জাতীয় দৈনিক খালিজটাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত অারব আমিরাতে রমজান মাসে সাধারণত অফিসের সময় দুই ঘণ্টা কমিয়ে আনা হয়।


ইসলামের অন্যতম এই স্তম্ভ মুসলিমরা পালন করে থাকে। রমজান মাসে ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস থাকেন মুসলিমরা; রাতে বিশেষ নামাজে অংশ নেন তারা। ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী নবম মাসের চাঁদ দেখার মাধ্যমে রমজানের শুরু হয়।


সূত্রঃ জাগো নিউজ