পকেট বাঁচিয়েও সঙ্গীকে খুশি করার উপায়!

লাইফ স্টাইল December 12, 2016 1,023
পকেট বাঁচিয়েও সঙ্গীকে খুশি করার উপায়!

নতুন বছর আসছে। তাই একের পর এক উৎসব লেগেই থাকবে নতুন বছরে।


কিন্তু প্রতিটি উৎসবে সঙ্গীকে উপহার দিতে গেলে পকেট তো ফাকা হয়ে যাবে। তাই বেশি দামি জিনিস কেনার কথা না ভাবলেই ভাল। কম খরচে সঙ্গীকে খুশি করতে শিখুন। এক্ষেত্রে পাঠকদের জন্য কয়েকটি টিপস তুলে ধরা হলো...


১. সোশ্যাল মিডিয়ায় বেশ লম্বা চওড়া বার্তা (মেসেজ) লিখুন। সকলের সামনে নিজের ভালবাসার কথা ফলাও করে জানান। মুখে যতই প্রাইভেসির কথা বলুন না কেন, বেশ খুশি হবেন তিনি।


২. ব্যাগভর্তি খাবার–দাবার নিয়ে নিরিবিলি কোনো পার্কে সারা দিন কাটান। বাড়ি ফেরার সময় হাতে একটা কার্ড, চকলেট এবং পারফিউম বা সাধারণ বডি স্প্রে ধরিয়ে দিন।


৩. ছোটবেলায় স্ল্যামবুক লিখতেন নিশ্চয়ই!‌ এখনও দিব্যি কাজে লাগতে পারে। সম্পর্কের শুরু থেকে কোথায় কোথায় ঘুরতে গেছেন তা আরও একবার মনে করিয়ে দিন। একসঙ্গে কাটানো কিছু মুহুর্তের ছবিও ব্যবহার করতে পারেন। দুই/তিন পাতা ভরে চিঠি লিখুন।


৪. মেয়েরা একটু সাজগোজ পছন্দ করেন। নেলপলিশ, লিপস্টিক, চুলের ক্লিপ—বাক্সে সাজিয়ে এগুলো দিতে পারেন। বাজেট একটু বেশি হলে মেকআপের জিনিসও দেতে পারেন।


৫. শীতকালে সকলেই স্কার্ফ ব্যবহার করেন। তাই প্রেমিকাকে ভাল দেখে একটা স্কার্ফ দেওয়াই যায়।