আজকের ধাঁধা : ১২ ডিসেম্বর, ২০১৬

বাংলা ধাধা, উত্তর সহ ধাঁধা, dhadha, bangla dhadha, Dha dha question and answer December 12, 2016 4,345
আজকের ধাঁধা : ১২ ডিসেম্বর, ২০১৬

রাত্রিকালে আঁধারেতে যার যার ঘরে,


তার বাড়িতে সকল লোকে কান্নাকাটি করে।


উঃ—চোর।


আকাশ ধুমধুম পাতালে কড়া,


ভাঙ্গল হাঁড়ি লাগল জোড়া।


উঃ—মেঘের ডাক ও বিজলী।


কোন প্রাণী বল দেহি ছয় ছয় পায়ে হাঁটে,


ঘুরতে তাকে তোমরা দেখো


যেথায় খুশি পথে গাটে।


উঃ—পিঁপড়া।