জড়িয়ে ধরবে না

পাঁচমিশালী কৌতুক December 11, 2016 2,003
জড়িয়ে ধরবে না

স্ত্রী : এই শোন, আমি যখন কাজে ব্যস্ত থাকবো তখন হঠাৎ করে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরবে না। বুঝেছ?


এই কথা শুনে পাশের ঘর থেকে কাজের বুয়া বলে উঠল...


বুয়া : হ আফা! আপনেই বুঝান তারে। আমি তো বুঝাইতে বুঝাইতে হয়রান হইয়া গেছি।