যৌন মিলনে অনিচ্ছা স্ত্রীর, যৌনাঙ্গ কাটলেন স্বামী

ভয়ানক অন্যরকম খবর December 10, 2016 2,836
যৌন মিলনে অনিচ্ছা স্ত্রীর, যৌনাঙ্গ কাটলেন স্বামী

বিয়ের পর ১০ বছর পার হয়ে গিয়েছে। কিন্তু, তারা কবে ঘনিষ্ঠ হয়েছিলেন, মনে পড়ে না। আর তাই এবার স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ হতে চেয়েছিলেন স্বামী। আর তাতেই ঘটল বিপত্তি!


সম্প্রতি সোস্যাল সাইটে একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে অসুস্থ অবস্থায় এক ব্যক্তিকে দেখা যায় বাড়িতে বসে থাকতে।


ক্যামেরার সামনে ওই ব্যক্তি নিজের মুখে স্বীকার করেন, বিয়ের পর ১০ বছর পার হয়ে গিয়েছে। কিন্তু, যৌন সংসর্গে রাজি হননি স্ত্রী। আর তাই নিজের যৌনাঙ্গই কেটে ফেললেন স্বামী।


সূত্র : ইন্ডিয়াডটকম, কালেরকন্ঠ