বাচ্চাকে পানিতে ফেলে

পাঁচমিশালী কৌতুক December 10, 2016 1,491
বাচ্চাকে পানিতে ফেলে

এক জাহাজে এক আমেরিকান, এক জাপানি আর এক বাংলাদেশি ভদ্রলোক ভ্রমণ করছিলেন। হঠাৎ আমেরিকান ভদ্রলোক তাদের প্রাচুর্য দেখানোর জন্য কিছু ডলার পানিতে ফেলে দেন আর বলেন, ‘এগুলো আমাদের অনেক আছে। কিছু ফেলে দিলে এমন কিছু হয় না।’


তাই দেখে জাপানি তার মোবাইল আর ক্যামেরা পানিতে ফেলে দেয় আর বলে, ‘আমাদের এগুলো অনেক আছে।’


বাংলাদেশি তাই দেখে পাশ দিয়ে যাওয়া এক বাচ্চা ছেলেকে পানিতে ফেলে দিয়ে বলল, ‘আমাদের দেশে অনেক আছে।’


জাহাজ ঘাটে ভিড়তেই সেই বাচ্চা ছেলেটি সাঁতরে উঠে এসে বলল, ‘বাজান ডলারগুলা পাইসি কিন্তু ক্যামেরা আর মোবাইল ডুইব্বা গেছে। পাই নাই।’