গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ - ১ম পর্ব

অনলাইনে পড়াশোনা December 9, 2016 1,583
গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ - ১ম পর্ব

👉 পশ্চাতে গমন করে যে—অনুগামী।


👉 অবশ্যই যা ঘটবে—অবশ্যম্ভাবী।


👉 অভিজ্ঞতার অভাব যার— অনভিজ্ঞ।


👉 অহংকার করে যে—অহংকারী।


👉 অহংকার নেই এমন—নিরহংকার।


👉 অল্প ব্যয় করে যে—মিতব্যয়ী।


👉 আকাশ পথে যে যান ব্যবহার করা যায়—নভোযান।


👉 আচারে নিষ্ঠা আছে যার— আচারনিষ্ঠ।


👉 আদি থেকে অন্ত পর্যন্ত—আদ্যন্ত।


👉 আপনার বর্ণ লুকায় যে— বর্ণচোরা।


👉 ইতিহাস রচনা করেন যিনি- ঐতিহাসিক


👉 ইতিহাস বিষয়ে অভিঞ্জ যিনি- ইতিহাসবেত্তা


👉 ইন্দ্রকে জয় করেছে যে- ইন্দ্রজিৎ


👉 ইন্দ্রিয়কে জয় করেছে যে- জিতেন্দ্রিয়ি


👉 ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস আছে যার- আস্তিক


👉 ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস নেই যার- নাস্তিক


👉 ঈষৎ আমিষ/আঁষ গন্ধ যার- আঁষটে