প্রশ্ন : সুস্থ মানুষের জন্য হাই কমোড ব্যবহারের বিধান কী?
উত্তর : সুস্থ মানুষের জন্য হাই কমোড ব্যবহারে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে পবিত্রতার জন্য বিশেষ লক্ষ রাখতে হবে। নাপাকি কোনোভাবেই যেন শরীর বা কাপড়ে না লাগে। [জাদিদ ফিকহি মাসায়েল, খণ্ড : ১, পৃষ্ঠা : ৮৩; ফাতাওয়া হিন্দিয়া, খণ্ড : ১, পৃষ্ঠা : ৪১৯]
সূত্রঃ দৈনিক যুগান্তর