এক চেইন স্মোকারকে একদিন ২টা সিগারেট একসঙ্গে জ্বালাতে দেখে এক ব্যক্তি জিজ্ঞাসা করলো-
ব্যক্তি : ভাই, শেষ খাওয়া খাচ্ছেন নাকি?
স্মোকার : আমার বন্ধু মারা যাওয়ার আগে আমাকে বলে গিয়েছে, ‘দোস্ত, যখনই বিড়ি খাবি, আমার নাম করেও একটা খাবি’। এ জন্যই ২টা খাচ্ছি।
এর কিছুদিন পর তাকে ১টি সিগারেট খেতে দেখে লোকটি আবার জিজ্ঞাসা করল-
ব্যক্তি : কি ভাই? বন্ধুর কথা ভুলে গেলেন নাকি?
স্মোকার : ভাই, আমি সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি। এখন শুধু বন্ধুরটা খাচ্ছি।