সবাইরে জাগায়া দিমু

পাঁচমিশালী কৌতুক December 8, 2016 1,524
সবাইরে জাগায়া দিমু

এক চোর একবার এক বাড়িতে চুরি করার জন্য ঢুকল। সবাই ঘুমিয়ে পড়লেও ওই বাড়ির শুধু পিচ্চি ছেলেটা জেগে ছিল। চোর চুরি করে চলে যাচ্ছিল; ঠিক তখন পিচ্চি বলল...


পিচ্চি : ওই মিয়া, আমার স্কুল ব্যাগ আর বই-খাতা নিয়া যাও। নইলে কিন্তু সবাইরে জাগায়া দিমু।