যৌন পিপাসা মেটাতে মৃত নারীর সঙ্গে যৌন সঙ্গম করে গ্রেফতার হলো এক যুবক। ভারতের দিল্লির সরাই কালে খান এলাকায় এ ঘটনা ঘটেছে। একজন পথচারীর অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার ওই ব্যক্তিকে গ্রেফতার করে সরাই কালে খান থানার পুলিশ। পরে নারীর মৃতদেহটি যমুনা নদীর তীর থেকে উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তির নামে অভিযোগ সম্পর্কিত ধারায় মামলা রুজু করে জেলে পাঠানো হয়েছে। জানা গেছে অভিযুক্ত ব্যক্তি ‘নেক্রফিলিয়া’ রোগে আক্রান্ত। ‘নেক্রফিলিয়া’ এক ধরণের মানসিক রোগ। এই রোগের কারণে মানুষ মৃতদেহের প্রতি যৌনতায় আকৃষ্ট হয়।
নারী-পুরুষ উভয়েই এই রোগে আক্রান্ত হতে পারে। সমগ্র বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে সরাই কালে খান থানার পুলিশ। জেল কর্তৃপক্ষ অভিযুক্তের মেডিকেল রিপোর্ট চেয়েছে। একইসঙ্গে অভিযুক্তের মনস্তাত্ত্বিক পরীক্ষা করানোর কথাও বলেছে জেল কর্তৃপক্ষ।
সূত্রঃ সময়ের কন্ঠস্বর