বিমানের জানালায় ছিদ্র কেন থাকে

জানা অজানা December 6, 2016 1,247
বিমানের জানালায় ছিদ্র কেন থাকে

জুতা থেকে বল পয়েন্ট কলমের ঢাকনা কিংবা বিমানের জানালা। লক্ষ করলে দেখবেন এসবে ছিদ্র আছে। কেন? হাজার ব্যস্ততার মাঝে এসব ভাববার অবকাশ নেই। তবে কৌতূহল বেশি হলে জেনে নিতেও পারেন। সফ্‌ট ড্রিঙ্ক ক্যান ওপেনারে হোল থাকে। যাতে স্ট্র দিয়ে খেতে পারেন। এতে স্ট্র এদিক, ওদিক সরেও যায় না।


অনেক জুতোর পাশে দুটো হোল থাকে। জুতা একটু বড় বা ঢিলা হলে এই হোলের মধ্যে দিয়ে ফিতে ভরে পরলে ফিটিং হয়। কম্পিউটার কিবোর্ডের এফ আর জে কি দু’টো খেয়াল করেছেন? কেন এই দু’টো কি-র উপরেই এই উঁচু লাইন থাকে? পাঁচ আঙুল টাইপিং-এ এই দুটো কি-র ওপর তর্জনী থাকে। টাইপ করতে করতে যাতে সহজে আঙুলকে সিস্টেমে ফেরানো যায় তার জন্য এটা থাকে। এতে কিবোর্ডের দিকে না তাকিয়েও আঙুলের সেটিং-এ ফেরা যায়।


বিমানের জানলায় ছোট ফুটো কেন থাকে, ভেবেছেন? যাতে প্লেনের বাইরের ও ভিতরের বাতাসের চাপে সামঞ্জস্য থাকে। বল পয়েন্ট কলমে ক্যাপের মাথায় ফুটো থাকে। ছোট বাচ্চারা অনেক সময় কলমের ঢাকনা চিবিয়ে ফেলে। এই ফুটোর মাধ্যমে হাওয়া চলাচল করতে পারে। তাতে দম বন্ধ হয়ে দুর্ঘটনা ঘটা এড়ানো যেতে পারে।