বিশেষ সময়ে নিজের বা বন্ধুদের ছবিকে মজার বা ফানি করে তুলে চান অনেকেই। কেউ চান চোখ বড় করতে, মাথায় শিং গজিয়ে দিতে কিংবা বকের মতো লম্বা নাক যুক্ত করতে।
ছবিকে এরূপ মজাদার করে তুলতে ফটোশপের মতো জটিল কোনো সফটওয়্যারের প্রয়োজন নেই স্মার্টফোনের এ যুগে।
‘ফানি ফটো এডিটির’ অ্যাপ্লিকেশনের মাধ্যমে ছবিকে সহজে আরও মজাদার করে এডিট করা যাবে।
এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচারগুলো
এটির সাহায্যে গ্যালারি থেকে ছবি নিয়ে বা সরাসরি ছবি তুলে সম্পাদনা করা যাবে।
ছবিতে নাম, চোখ, চুলসহ নানা স্থানে মজাদার ইফেক্ট যোগ করা যাবে।
চাইলে ছবিতে যে কোনো টেক্সটও সংযুক্ত করা যাবে।
অ্যাপটির ইন্টারফেস বেশ সহজ ও সুন্দর এবং ইউইজারফেন্ডলি।
অ্যাপটিতে রয়েছে বেশি কিছু মাজদার ফটো ফ্রেম।
ইন্টারনেট ছাড়াও অফলাইনে ব্যবহার করা যাবে অ্যাপটি।
চমৎকার মাজাদার ছবি সম্পাদনের অ্যাপটি ৫০ লাখের বেশি ডাউনলোড হয়েছে গুগল প্লেস্টোরে থেকে।
সূত্রঃ অনলাইন