নারী-পুরুষের ঘনিষ্ঠতা যৌনতায় গড়ায় অনেক সময়েই। তবে ভারতের মতো উপমহাদেশে নারীদের মনে ঘনিষ্ঠ হওয়ার ইচ্ছা থাকলেও, অনেক সময় তাঁরা মুখ ফুটে বলতে চান না। তবে আচার-আচরণে ঘনিষ্ঠ হওয়ার জন্য সংকেত দেন বইকি।
• কীভাবে বুঝবেন আপনার সঙ্গিনী ঘনিষ্ঠতা চাইছেন কি না? রইল টিপস....
❏ প্রেমিকা আলাদা নামে আপনাকে সম্বোধন করতে শুরু করছেন।
❏ কথা বলার ফাঁকেই নিজের ঠোঁট কামড়ে ধরছেন বা ঘষছেন।
❏ কথা বলতে বারবার আপনাকে স্পর্শ করছেন তিনি।
❏ অনাবশ্যক ভাবে যৌনতা সম্পর্কিত কথা বলছেন।
❏ নিজের পোশাক নিয়ে কথা বলছেন বারবার। বিশেষত অন্তর্বাস নিয়েও খোলাখুলি কথা বলছেন।
❏ গভীর রাতে যৌনতা উদ্দীপক চুটকি পাঠাচ্ছেন।
❏ নিজের কাঁধে বারবার হাত রাখছেন।
❏ নিজের চুলে বারবার হাত বোলাচ্ছেন। আঙুলে চুল নিয়ে পাকাচ্ছেন।
তবে খেয়াল রাখতে হবে, এই সবই ইঙ্গিত মাত্র। তাই মিলিত হওয়ার আগে অবশ্যই খোলাখুলি কথা বলে তাঁর অনুমতি নিয়ে নিন ।