বিশ্বের সবচেয়ে ছোট গাড়িটির ওজন কত, কোথায় তৈরি হয়েছিল জানেন?

জানা অজানা December 3, 2016 1,141
বিশ্বের সবচেয়ে ছোট গাড়িটির ওজন কত, কোথায় তৈরি হয়েছিল জানেন?

সবচেয়ে ছোট গাড়ি কোনটি, বলতে পারেন? পিল পি-৫০৷ পিল গাড়ি উৎপাদনের শুরুর দিকের কথা জানলে নিশ্চয়ই অবাক হবেন আপনি৷


অর্ধ শতাব্দীরও বেশি আগে...

যতদূর জানা যায়, পিল পি-৫০, অর্থাৎ বিশ্বের সবচেয়ে ছোট গাড়িটি প্রথম তৈরি হয়েছিল ১৯৬২ থেকে ১৯৬৫ সালের মধ্যে৷ গাড়িটি তৈরি করেছিল ব্রিটেনের পিল ইঞ্জিনিয়ারিং কম্পানি৷


সবচেয়ে ছোট গাড়িটা আসলে কত বড়?

পিল তৈরি করা হয়েছিল শহরে সীমিত দূরত্বের মধ্যে চলাফেরার জন্য৷ গাড়িটি দৈর্ঘ্যে ছিল ৫৪ ইঞ্চি, প্রস্থে ৩৯ ইঞ্চি৷ ছোট গাড়ির ওজনও ছিল কম- মাত্র ৫৯ কিলোগ্রাম৷


ব্যাক গিয়ার ছাড়া গাড়ি

পিল গাড়ির কোনো ‘ব্যাক গিয়ার’ বা রিভার্স গিয়ার ছিল না৷ তবে গাড়ি ছোট হওয়ায় একটা সুবিধা ছিল, চালক চাইলে পুরো গাড়িটা হাতে তুলেই পিছনে নিয়ে যেতে পারতেন৷


একজন মানুষ আর একটি শপিং ব্যাগ

পিল-এর বিজ্ঞাপনে বলা হয়েছিল, গাড়িটির ডিজাইন করা হয়েছে একজন মানুষ আর একটি শপিং ব্যাগ বহনের উপযোগী করে৷


একটি দরজা

পিল গাড়ির মাত্র একটি দরজা আর একটি উইন্ডস্ক্রিন ওয়াইপার৷ ওজন কম হওয়ার এটাও একটা কারণ৷


মাত্র ৫০টি

সবচেয়ে ছোট গাড়ি কিন্তু প্রথমে খুব বেশি তৈরি করা হয়নি৷ এমন গাড়ি মাত্র ৫০টি তৈরি করেছিল পিল ইঞ্জিনিয়ারিং কম্পানি৷


নবযাত্রা

২০১০ সাল থেকে আবার তৈরি হচ্ছে পিল৷ ওয়েবসাইটের মাধ্যমে প্রচার করে বিক্রিও করা হয় বিশ্বের সবচেয়ে ছোট গাড়ি৷-ডিডব্লিউ