গুরুত্বপূর্ণ কিছু প্রবাদ বাক্য - ২য় পর্ব

অনলাইনে পড়াশোনা December 3, 2016 2,154
গুরুত্বপূর্ণ কিছু প্রবাদ বাক্য - ২য় পর্ব

১৬. আয়ের অধিক ব্যয় করো না।

= Do not live above your means.


১৭. কিনতে পাগল বেচতে ছাগল

= Necessity never makes a bargain.


১৮. কুকুরের পেটে ঘি মজে না।

= Habit is the second nature.


১৯. কুমিরের সঙ্গে বিবাদ করে জলে বাস

= It is hard to sit at Rome and strike with the Pope.


২০. ঘষতে ঘষতে পাথরও ক্ষয় হয়।

= Constant dripping wears out the stone.


২১. গাইতে গাইতে গায়েন

= Practice makes a man perfect.


২২. ঘরে পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়

= A burnt child dreads the fire.


২৩. গেঁয়ো যোগী ভিখ পায় না

= A prophet is not honoured in his own country.


২৪. অধীনতা অপেক্ষা মৃত্যু শ্রেয়

= Even death is preferable to bondage.


২৫. সে হাড়ে হাড়ে দুষ্ট

= He is wicked to the backbone.


২৬. ভাই ভাই ঠাঁই ঠাঁই

= Brothers will part.


২৭. ঘুঘু দেখেছ, ফাঁদ দেখ নি।

= You must not see things with half an eye.


২৮. চেনা বামুনের পৈতার দরকার হয় না।

= Good wine needs no bush.


২৯. চোখের আড়াল হলেই মনের আড়াল হয়।

= Out of sight, out of mind.


৩০. চোর পালালে বুদ্ধি বাড়ে।

= To lock the stable when the mare is stolen.