মিষ্টি কথা শুনতে কে না পছন্দ করেন? বিশেষত ফেসবুক, টুইটারের মতো সোস্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট চ্যাটিংয়ের দৌলতে পছন্দের অনলাইন বান্ধবীটির মন জেতার জন্য মিষ্টি মিষ্টি কথা বলেন অনেকেই।
কিন্তু কখনো আবার হিসাবে হয়ে যায় গণ্ডগোল। মিষ্টি কথা বলতে গিয়ে এমন কিছু উত্তর পাওয়া যায়, যেটায় অপ্রস্তুত হয়ে পড়েন পোস্টকর্তাই। বেছে নেয়া হল সেরকমই কয়েকটা প্রশংসা এবং তার মুখের মতো জবাব।
❏ ‘তোমার নাম হোমওয়ার্ক হলে কী ভালই না হতো। সারাদিন তোমাকে নিয়েই ব্যস্ত থাকতাম’
‘হোমওয়ার্ক করতে যার সারাদিন লাগে, সে আসলে মোটা মাথারা ছাত্র। আর মোটা মাথার ছেলেরা আমার ফ্রেন্ডলিস্টে থাকুক, সেটা আমি পছন্দ করি না।’
❏ ‘তোমার থেকে একটা চুমু ধার পেতে পারি? কথা দিচ্ছি, সময় মতো ফেরৎ দেবো’
‘দুঃখিত। আগের বার তোমাকে একটা থাপ্পড় মেরে ছিলাম। সেটা এখনো ফেরৎ দাওনি।’
❏ ‘যদি বলি তোমার শরীরটা খুব সুন্দর, তাহলে কি রাগ করবে?’
‘না। বরং বলব, আমার পোশাক নির্বাচনের রুচি খুব ভাল। আমার পোশাকগুলো তুমি পরো, দেখবে তোমারটাও সুন্দর লাগবে।’
❏ ‘লোকে ভগবানের কাছে তিনটা বর চায়। একটা বর হিসাবে আমি এসে গেছি। বাকিগুলো কী?’
‘দু’নম্বর বর, তুমি যেন আমার ফ্রেন্ডলিস্টে না থাকো। তিন নম্বর বর, জীবনে আমার কোনো ছবিতে কমেন্ট করতে এসো না।’
❏ ‘তোমার এই ছবিটা আমি সান্টাক্লজকে দেখাবো। বলব, ক্রিসমাসে আমার এটাই চাই।’
‘এহ্ বাবা! কেউ তোমাকে বলেনি, যে সান্টাক্লজে একমাত্র ছোট বাচ্চারাই বিশ্বাস করে।’
❏ ‘তোমার ফোন নম্বরটা পেতে পারি?’
‘তোমার এটিএম কার্ডের পিননম্বর আর তোমার ফেসবুকের ইউজার আইডি আর পাসওয়ার্ডটা পেতে পারি?’
সূত্র: আজকাল