ধরুন, একটি লেকের পাড়ে বসে আছেন। শান্ত লেক। বাতাসে লেকে মৃদু হিল্লোল ছাড়া কিছুই নেই। হঠাৎ লেকের পানি লাফ দিয়ে ৯৮ ফুট ওপরে উঠে গেল। লেকের পানি যেন আকাশে উড়তে লাগল। কেমন অনুভূতি হবে আপনার। ভুতুড়ে কাণ্ড বৈ আর কী! জ্ঞান রাখতে পারবেন তো?
এমনই গায়ে শিহরণ ধরানোর মতো এক কাণ্ড ঘটেছে নিউ জিল্যান্ডে।
নিউ জিল্যান্ডের নর্থ আইল্যান্ডের ওহাইনমুতুর রটরুয়া লেক। সোমবার ভোর সাড়ে ৪টা। হঠাৎ বিকট শব্দে লেকের পানি ২৩ থেকে ৯৮ ফুট পর্যন্ত উপরে উঠে গেল।
এমন বিকট শব্দে লেকের পাড়ে গ্রামের বাসিন্দাদের ঘুম ভেঙে গেল। কী হলো! কী হলো! সবাই আঁতকে উঠলো, হয়তো অগ্ন্যুৎপাত ঘটছে। পরে তারা লেকের কাছাকাছি গিয়ে দেখলেন, পানি আকাশে উড়ছে। ভুতুড়ে কাণ্ড ভেবে অনেকের জ্ঞান হারানোর দশা।
লানি কেরেওপা নামের এক বাসিন্দা বলেন, ‘আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। বিকট শব্দে ঘুম ভাঙলে আমি দৌড়ে নিচে গিয়ে সবাইকে জাগিয়ে তুলে বলি, পালাও, পালাও। অগ্ন্যুৎপাত হচ্ছে।’
আরেক বাসিন্দা বলেন, ‘প্রচণ্ড শব্দে ঘুম ভাঙার পর আমি জানালা দিয়ে বাহিরে তাকিয়ে দেখলাম লেকের পানি আকাশে উড়ছে। আমি সত্যিই ভয় পেয়ে গিয়েছিলাম। এটা কীভাবে সম্ভব!’
ঘটনাটা আসলে কী? ঘটনাটি ব্যাখ্যা করেছেন ব্র্যাড স্কট নামের এক আগ্নেয়গিরিতাত্ত্বিক। তিনি বলেন, ‘এটি আসলে কোনো ভুতুড়ে কাণ্ড নয়। এটি জলতাপীয় উদগিরণ। ভূগর্ভস্ত পানিতে যখন অনেক বেশি তাপ সঞ্চয় হয় তখন সেটি উপরের মাটি বা পাথর ফেটে বেরিয়ে আসে। ফলে তাপের সঙ্গে পানিও বের হয়ে এসে কিছুটা সময়ের জন্য ফোয়ারা সৃষ্টি করে। তাপ বেরিয়ে গেলে আবার ঠিক হয়ে যায়।’
তিনি আরো বলেন, ‘এবারের আগে ১৯৬০ সালে রটরুয়া লেকে এ ধরনের ঘটনা শেষবার ঘটেছিল। এ ছাড়া ২০০০ ও ২০০১ সালে রটরুয়া লেক থেকে ১ কিলোমিটার দূরে এ ধরনের ঘটনা ঘটেছিল।’
রটরুয়া লেক কাউন্সিল জিথার্মাল ইন্সপেক্টর পিটার ব্রাউনব্রিজ বলেন, ‘যদিও বেশ জোরের সঙ্গে মাটির অনেক ওপর পর্যন্ত পানির ফোয়ারা ছোটার ঘটনা ঘটেছে, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’