আজকের ধাঁধা : ২৮ নভেম্বর, ২০১৬

বাংলা ধাধা, উত্তর সহ ধাঁধা, dhadha, bangla dhadha, Dha dha question and answer November 28, 2016 1,841
আজকের ধাঁধা : ২৮ নভেম্বর, ২০১৬

১. ‘এত ভালো বিছানা,

কেউ যেন বসে না।’


২. ‘এখান থেকে মারলাম থাল,

থাল গেল বরিশাল।

গাড়ি চড়ে লোকের কাঁধে,

ঝোলা পুড়ে গেল বিষ খাল।’


৩. ‘এখানে আছে সেখানে আছে,

শরীর আছে মুখ আছে।

মুখ দিয়ে কাগজ ফুটাই,

তারপর কাগজে থেকে যাই।’


৪. ‘এক বুড়ির আছে শুধু বারোটিই ছেলে

তার বারে ঘরে থাকে এখন ৩৬৫ ছেলে।’


উত্তর : ১. পানি ২. চিঠি ৩. আলপিন ৪. বছর