তুমি তার সন্তান নও

ছেলে ও মা কৌতুক November 27, 2016 2,537
তুমি তার সন্তান নও

ছেলের বিয়ের শখ হয়েছে। সে বাবাকে গিয়ে বলল সে বিয়ে করবে। বাবা খুশী হয়ে বলল-


বাবা : কাকে বিয়ে করবে, শুধু নামটা বল।


ছেলে পাশের বাড়ির মেয়ের নাম বলতেই বাবা জিহ্বায় কামড় দিয়ে বলল-


বাবা : ছি, ছি, ও তোমার বোন। আমার আরেক সন্তান।


তখন ছেলে অন্য মেয়ের কথা বলতেই বাবা একই কথা বলল। এভাবে পাড়ার সব মেয়ের কথা বাবা নাকচ করে দিলেন।


ছেলে হতাশ হয়ে মাকে গিয়ে বলল-


ছেলে : মা, বিয়ে করতে যেই মেয়ের কথাই বলি, বাবা বলে সে আমার বোন। তাহলে কী আমার বিয়ে হবে না।


মা : তুমি ওদের সবাইকে বিয়ে করতে পারবে।


ছেলে: কেমনে?


মা : তুমি তার সন্তান নও।