‘ব্যাটসম্যানদের মনে দয়ামায়া নাই!’

মজার সবকিছু November 23, 2016 1,275
‘ব্যাটসম্যানদের মনে দয়ামায়া নাই!’

চলছে চার-ছক্কার ক্রিকেট টুর্নামেন্ট বিপিএল। এই বিপিএলে ব্যবহৃত একটি ক্রিকেট বলের কল্পনাপ্রসূত সাক্ষাৎকার নিয়েছেন ‘মজার সবকিছু’ বিভাগের এই প্রতিবেদক!


প্রশ্ন : এই যে মি. বল, কেমন আছেন?


বল : বল মানে? ভালো করে ‘ক্রিকেট বল’ বলুন। আর আমি ‘মি.’ নাকি ‘মিস’, সেটা বলেছি? না জেনে কথা বলা ঠিক না।


প্রশ্ন : আচ্ছা, ঠিক আছে ক্রিকেট বল, এবার বলেন কেমন আছেন?


বল : ভালো নাই, সারা শরীরে ব্যথা!


প্রশ্ন : সেকি! কী হয়েছে আপনার?


বল : মশকরা করেন! আপনারে পিটুনি দিলে বুঝতেন ব্যথা কারে কয়!


প্রশ্ন : আহা! কী হয়েছে, একটু বিস্তারিত বলবেন তো?


বল : কী হয়নি বলেন! এভাবে কেউ পেটায়! ব্যাটসম্যানদের মনে দয়ামায়া নাই! আচ্ছামতো পিটুনি দেয় একেকজন!


প্রশ্ন : পিটুনি দেওয়াই তো ব্যাটসম্যানদের কাজ! তার ওপর এটা হচ্ছে চার-ছক্কার বিপিএল। তা এবার কার পিটুনি বেশি খেলেন?


বল : এবার তো দেশি ভাইয়েরা হেব্বি পিটাইতেছে! শাহরিয়ার নাফীস, সাব্বির রহমান, মুমিনুল, মুশফিক সবার হাতেই পিটুনি খেয়েছি।


প্রশ্ন : তা আপনার শরীরের অবস্থা তো সুবিধার মনে হচ্ছে না। বেশিদিন টিকতে পারবেন বলে মনে হয় না।


বল : হুম! অবসরের ধারেকাছে আছি।


প্রশ্ন : ঠিক আছে, অবসর জীবনে যাতে পিটুনি খেতে না হয়, সেই শুভকামনা।


বল : ধন্যবাদ।


সূত্রঃ এনটিভি অনলাইন