আমার ভালোবাসাতো ভাই

পাঁচমিশালী কৌতুক November 23, 2016 2,288
আমার ভালোবাসাতো ভাই

পলি আর তার বয়ফ্রেন্ড রফিক বসে গল্প করছে। এমন সময় পলির তিন বান্ধবী এসে হাজির। এসেই প্রশ্ন করতে শুরু করে-

বান্ধবীরা : এটা কে রে?

পলি : আমার ভাই।

বান্ধবীরা : কেমন ভাই রে, চাচাতো?

পলি : না।

বান্ধবীরা : মামাতো?

পলি : না।

বান্ধবীরা : খালাতো?

পলি : না।

বান্ধবীরা : ফুফাতো?

পলি : না।

বান্ধবীরা : তাহলে কী ভাই বলবি তো?

পলি : ও আমার ভালোবাসাতো ভাই!