শীতের স্টেটাস এবং কমেন্টস

মজার সবকিছু November 22, 2016 3,486
শীতের স্টেটাস এবং কমেন্টস

স্টেটাস : আজকে ঠাণ্ডা পানি দিয়ে গোসল করলাম।


কমেন্ট-১ : স্যালুট আপনাকে।


কমেন্ট-২ : অসাধারণ, ভাই আপনি থাইমেন না। এগিয়ে যান।


কমেন্ট-৩ : যখন দেশব্যাপী মানুষ গোসলের বিরুদ্ধে কথা বলছে, সেখানে আপনি স্রোতের বিপরীতে গা ভাসিয়ে গোসল করলেন। দুর্দান্ত। আপনিই পারবেন। আপনারে দিয়ে হবে।


কমেন্ট-৪ : এটা সরকারি দলের অনন্য কৃতিত্ব।


কমেন্ট-৫ : শেয়ার দিলাম ভাই। যে কাজ করেছেন, সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।


কমেন্ট-৬ : এটা ষড়যন্ত্র! বিরোধী দলকে চাপে ফেলার ষড়যন্ত্র। গোসল করা উপলক্ষে আগামী পাঁচ দিন টানা হরতাল। কেউ গোসল করবে না।


কমেন্ট-৭ : দেখো পুরো বিশ্ব! দেখো সাইবেরিয়া! আমরাও পারি ঠাণ্ডায় গোসল করতে।


কমেন্ট-৮ : আপনাকে সরকারের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া উচিত। সংবর্ধনা না দিলে কালকেই প্রেস ক্লাবের সামনে আন্দোলন। আমি ইভেন্ট খুলে ফেলছি অলরেডি। জয়েন করুন।


কমেন্ট-৯ : পাষণ্ড শীতের জমকালো প্লাবন ডিঙিয়ে, রজনীর নিশি ঠেঙিয়ে ওরে তোরা সবাই গোসল কর।


কমেন্ট-১০ : বিশ্বাস করবেন ভাই, আপনার গোসল করার খবর শুনে চোখে পানি চলে আসছে। আপনাদের মতো কিছু সাহসী লোক আছে বলেই এখনো বেঁচে আছি।


কমেন্ট-১১ : ছিঃ ভাই, আপনি গোসল করলেন? এই শীতে যেখানে উত্তরবঙ্গে মানুষ মরছে, সেখানে আপনি গোসল করলেন? আপনি জানেন, শহরের একটা অংশের মানুষ পানি পাচ্ছে না। আর আপনি গোসল করে পানি অপচয় করলেন?