সাম্প্রতিক মার্কিন কার্নেগি মেলন ইউনিভার্সিটি এবং দিল্লির ইন্দ্রপ্রস্থ ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি'র 'মি, মাইসেল্ফ অ্যান্ড মাই কিলফি: কারেক্টারাইজিং অ্যান্ড প্রিভেন্টিং সেলফি ডেথ' শীর্ষক এক যৌথ জরিপে উঠে এসেছে সেলফি তুলতে গিয়ে গত দু’বছরে সারা বিশ্বে যত মানুষ মারা গিয়েছে, তার চেয়ে বেশি মানুষ মারা গিয়েছে ভারতে।
২০১৪ সালের মার্চে প্রথম সেলফি মৃত্যুর ঘটনা ঘটে। ওই বছর ১৫ জন, ২০১৫ সালে ৩৯ জন এবং ২০১৬ সালের প্রথম আট মাসে ৭৩ জন সেলফি তুলতে গিয়ে মারা
যান। এবছর সেই সংখ্যাটা অনেকাংশেই বেড়েছে। বেশি সংখ্যায় লাইক বা কমেন্টস পেতে মানুষ নিজের জীবনের ঝুঁকি নিয়েও আজকাল সেলফি তোলেন। এসব অতিরিক্ত ‘অ্যাডভেঞ্চারাস’ সেলফি তুলতে গিয়েই প্রাণহানির ঘটনা ঘটে।
মনস্তত্ত্ববিদরা ইতিমধ্যে একে 'মানসিক রোগ' হিসেবেও চিহ্নিত করতে শুরু করেছেন। 'কিলফি' হিসেবে পরিচিতি পাওয়া এই প্রাণঘাতি সেলফিতে আরেকটা মজার ব্যাপার হল এতেও ভারতের একনম্বর প্রতিদ্বন্দ্বী পাকিস্তান। করণ সেলফি মৃত্যুর সংখ্যায় ভারতের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান।
এখন পর্যন্ত ৭৬টি সেলফি মৃত্যু নিয়ে শীর্ষে রয়েছে ভারত। তুলনায় দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানে মৃত্যুর হার অনেকটাই কম। কারণ ৯টি সেলফি মৃত্যু নিয়ে আপাতত এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান।
জনসংখ্যায় ভারতের চেয়ে চারগুণ পিছিয়ে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রে সেলফি মৃত্যু হয়েছে আট জনের। ছয় সেলফি মৃত্যু নিয়ে চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। আর বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীনে সেলফি তুলতে গিয়ে মৃত্যু হয়েছে চারজনের।