রবি-এয়ারটেল : একটির সিমে আরেকটি ফ্রি

Robi Axiata November 19, 2016 3,046
রবি-এয়ারটেল : একটির সিমে আরেকটি ফ্রি

এক হওয়া উপলক্ষ্যে বিশেষ অফার ঘোষণা করেছে রবি-এয়ারটেল। একীভূত হবার পর গ্রাহক সংখ্যায় দেশের দ্বিতীয় বৃহত্তম অপারেটরটির এটিই প্রথম অফার।


এই অফারে কেউ রবির সিম কিনলে এয়ারটেলের সিম ফ্রি পাবেন। তেমনি এয়ারটেলের সিম কিনলে রবির। অফারটি নাম দেয়া হয়েছে জোড়া সিম অফার।


সিম কিনে পাওয়া যাবে বিশেষ কল রেটও। অপারেটর দুটির প্রিপেইড গ্রাহকরা স্পেশাল কলরেট অফারে আধা পয়সা সেকেন্ডে কথা বলতে পারবেন। রেটটি রবি-রবি, রবি-এয়ারটেল, এয়ারটেল-এয়ারটেল, এয়ারটেল-রবির জন্য।


আরও রয়েছে ৩০ টাকায় ১ জিবি ডাটা। এটিও সকল রবি ও এয়ারটেল প্রিপেইড গ্রাহকরা পাবেন।