খারাপ মেয়েদের নাম

ছেলে ও মা কৌতুক November 19, 2016 6,987
খারাপ মেয়েদের নাম

ছেলে পড়তেছে- ‘আভা, বিভা, প্রভা’।


মা : ছি বাবা, এসব খারাপ মেয়েদের নাম বলতেছ কেন?


ছেলে : স্যার এগুলো পড়তে দিছে মা।


মা স্যারের কাছে গিয়ে বলছেন-


মা : আপনি ছাত্রদের এমন খারাপ মেয়েদের নাম পড়তে বলেন কেন?


স্যার : নাহ, আমি তো এমন কিছু পড়তে বলি নাই, আমি তো ওদের ‘আলো’র সমার্থক শব্দ পড়তে বলেছিলাম।