মাসুদ হঠাৎ একদিন সত্যি সত্যি আলাদীনের প্রদীপ পেয়ে গেল! তারপর প্রদীপের দৈত্যকে বলল-
মাসুদ : আমাকে এমন একটা গাড়ি দাও, যা ভর্তি মেয়ে থাকবে। আর এমন একটি পকেট দাও, যা ভর্তি টাকা থাকবে!
দৈত্য : ঠিক আছে তবে তাই হোক। কাল থেকে তুই ইডেন কলেজের বাসের কন্ট্রাক্টরি করবি!