সবার সঙ্গে একসাথে চ্যাট করতে 'রুমস' আনছে মেসেঞ্জার

ইন্টারনেট দুনিয়া November 14, 2016 1,249
সবার সঙ্গে একসাথে চ্যাট করতে 'রুমস' আনছে মেসেঞ্জার

এর আগে যে ধারনা নিয়ে 'রুমস' নামের একটি অ্যাপটি এনেছিল ফেসবুক অনেকটা তারই অনুকরনেই মেসেঞ্জার ব্যবহারকারীদের বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনার জন্য মেসেঞ্জার চ্যাট আপে 'রুমস' নামে নতুন ফিচারটিকে যুক্ত করছে ফেসবুক।


বর্তমানে শুধু কানাডা ওঅস্ট্রেলিয়ায় এটি পরীক্ষামূলকভাবে চালু করা হলেও পরবর্তীতে সকলের জন্যে এটি উন্মুক্ত করা হবে।


টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন বিষয় এবং আগ্রহী বস্তু নিয়ে উন্মুক্ত আলোচনার জন্য রুমস-সেবা। ফেসবুকের এই সেবাটি চালু হলে প্রতিটি রুমে একটি লিংক থাকবে, যা শেয়ার করা যাবে। এতে যেকোনো মেসেঞ্জার ব্যবহারকারী ওই লিংক ধরে আলোচনায় অংশ নিতে পারবেন। নতুন ব্যবহারকারীদের আমন্ত্রণ করা বা অনুমোদন দেওয়ার নিয়ন্ত্রণও থাকবে ব্যবহারকারীর হাতে।


ফেসবুক মেসেঞ্জারের পণ্য ব্যবস্থাপক ড্রিউ মোক্সন জানান, বন্ধুতালিকার বাইরে অপরিচিতজনদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনার সুবিধার জন্য রুমস-সুবিধা আনা হয়েছে। গ্রুপ চ্যাট বিষয়টি যেহেতু পরিবার ও বন্ধুদের মধ্যে সীমাবদ্ধ, তাই 'রুমস' ব্যবহার করে নির্দিষ্ট বিষয়ে সকলেন সঙ্গে আলোচনা করা যাবে।