বাবার নাম ভুলিয়ে দেব

ছেলে ও মা কৌতুক November 12, 2016 3,501
বাবার নাম ভুলিয়ে দেব

ছেলে : আম্মু, একটা কাগজ দাও তো, বাবার নামটা লিখে দেয়ালে টানিয়ে রাখি।


মা : কেন রে! তোর বাবার নাম দেয়ালে টানাতে হবে কেন?


ছেলে : না, যদি ভুলে যাই।


মা : ভুলে যাবি মানে? বাবা-মা’র নাম কেউ ভোলে?


ছেলে : আজ পড়া পারিনি বলে বাবা বললেন, ‘এক থাপ্পড়ে তোর বাবার নাম ভুলিয়ে দেব’।