ধীরগতির ইন্টারনেটের জন্য ‘ফ্ল্যাশ’ আনল ফেসবুক

ইন্টারনেট দুনিয়া November 11, 2016 1,509
ধীরগতির ইন্টারনেটের জন্য ‘ফ্ল্যাশ’ আনল ফেসবুক

যেসব অঞ্চলে ইন্টারনেটের গতি কম তাদের কথা ভেবে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের উপযোগী যোগাযোগের অ্যাপ ‘ফ্ল্যাশ’ আনল ফেসবুক।


জনপ্রিয় মেসেজিং অ্যাপ্লিকেশন স্ন্যাপচ্যাটের সঙ্গে প্রতিযোগিতা করতে হুবহু ওই অ্যাপটির মতো অ্যাপের ঘোষণা দিয়েছে ফেসবুক।


উন্নয়নশীল দেশগুলোর কথা মাথায় রেখে এ অ্যাপটি বাজারে ছাড়া হয়েছে বলে দাবি করেছে ফেসবুক।


প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট রিকোডের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্ল্যাশের আকার হবে মাত্র ২৫ এমবি আর স্ন্যাপচ্যাটের আকার ৭৬ এমবি।


সম্প্রতি ব্রাজিলে ফ্ল্যাশ অ্যাপটি ছেড়েছে ফেসবুক। শিগগিরই যোগাযোগের এই অ্যাপটি অন্যান্য দেশের বাজারেও ছাড়ছে ফেসবুক।


সূত্রঃ কালেরকন্ঠ