ধানক্ষেতে দৌড় দিলো

পাঁচমিশালী কৌতুক November 10, 2016 1,736
ধানক্ষেতে দৌড় দিলো

ট্রেন চলছে। হঠাৎ রেললাইন ছেড়ে এঁকেবেঁকে ধানক্ষেতে ছুটে গেলো। তারপর আবার ট্র্যাকে ফিরলো। যাত্রীরা চেন টেনে ট্রেন থামালো-

যাত্রী : কী হলো এইটা?

ড্রাইভার : আরে হঠাৎ একটা লোক দেখলাম, লাইনের ওপর দাঁড়ায়া আছে।

যাত্রী : তাই বলে আপনি হাজার হাজার যাত্রীর জীবন বিপন্ন করবেন? ওই লোকটাকে মারলেন না কেন?

ড্রাইভার : সেটাই করতে চাইলাম। কিন্তু হারামজাদা লাইন ছেড়ে ধানক্ষেতে দৌড় দিলো। দৌড়াইয়া ধরতে পারলাম না!